পুরনো সম্পর্ক, প্রেম বন্ধুত্ব ভালোবাসা, খারাপ সময়ে পাশে থাকা মানুষদেরকে আমরা খুব সহজেই ভুলে যাই। আসলে এখানে মানুষের কোন দোষ নেই। এটা সময়ের খেলা, সময়ের জাদুর কাছে মানুষ অসহায়। আরও অসহায়ত্ব হয়ে ওঠে ভুলে না যাওয়াটা।
প্রিয় মানুষের একটা জায়গা থাকে। আষ্টে পৃষ্টে লেগে থাকার ঘ্রাণ। যৌনতা ও যৌনতাহীন প্রেমের আবেশ। কিছু কোমল স্পর্শ। অবসরে কাধে মাথা রাখা। ক্লান্তিতে, বিষন্নতায়, অনিদ্রায়, রাগে, অভিমানে মন খারাপে মানুষ দূরে চলে যায়। তবু ঘ্রাণ কখনো অপরিচিত হয়না। একজন মানুষের জায়গায় অন্য একজন মানুষ আসে অথিবা আর আসেই না। রিপ্লেসমেন্ট হয় কিন্তু কোথায় যেন রয়ে যায় সেই ব্যক্তিগত কাছের মানুষটার ঘ্রাণ। সে এক কোটি মাইল দূরে গেলেও দূরের হয়না! তাকে ছাড়া চলে না। কোথায় সব কিছুর পর তাই হাহাকার টা থেকেই যায়। রিপ্লেসমেন্টটা আসলে হয়ই না।