Tuesday, April 26, 2016

আমি বাবা হয়েছি ! আলহামদুলিল্লাহ !

আমার এখন ৩ টি পরী আলহামদুলিল্লাহ ! 
দোয়া কর ! আমার প্রথম ভালবাসার তৃতীয় সন্তান আমাদের !

আর লিখব না ভেবেও লিখলাম ! কেমন আছ তুমি ?



ভেবেছিলাম আর লিখব না ! ভেবেছিলাম তুমি তো ভাল আছ, কাকে লিখব, কেন লিখব ? লিখে কি লাভ ?
অতীতকে নিয়ে কেনইবা বর্তমানকে ভোগাব ?

হচ্ছে না !!

তুমি কেমন আছ ? ভাল আছ ? আশা করি ভাল আছ  ! ভাল থাক ওদের সবাইকে নিয়ে !

আজ ভোরে তোমার কথা ভাবতে গিয়ে অকারনেই চোখ জলে ভরে উঠল ! দুপুর গড়িয়ে গেল, পারলাম না মুছতে ! এটা নতুন না ! সেই থেকেই ! তবু আজ কষ্ট হচ্ছে ভেবে, তোমাকে কত ব্যাথা দিয়েছি, তুমি সেটা সহ্য করতে ! কেন দিলাম ? না দিলে তো আজ এত খারাপ লাগতনা ! কেন তুমি সহ্য করলে এতটা বছর ? না করলে তো এমন আকুল ভাবে মনে হতনা !

তোমার কাছে একদিন মাফ চাইতেই হবে ! না হলে যেন মুক্তি নেই ! হয়ত একদিন নির্জন কোন পড়ন্ত বেলায় চলে আসব !

কেমন আছ তুমি ? তুমি কি আমাকে এমন ভাবে ভুলে গেলে ? প্রতিশোধ নিচ্ছ কঠিন ভাবে তাই না ? হুম, নাও ! এটা আমার পাওনা ! অনধিকার চর্চা করেছি সব দিক দিয়ে ! শেতার তো শাস্তি পেতেই হবে ! যে কোন ভাবেই হোক !

একটি সম্পর্কের আজ ১২ টি বছর হল, তবু যেন চলছে ! ভাল থাক ! তোমার সামনে গিয়ে তোমার সাজানো গুছানো সংসার ভাঙ্গার কোন ইচ্ছেই নেই ! না ইচ্ছে, ওকে কষ্ট দেই !

ভাল থাক !