Thursday, January 23, 2020

কোথায় তুমি? কেমন আছ?

ভাবিনি এত ভালবাসব! ভাবিনি ভুলেও যেতে পারব না।

কতদিন চলে গেল,  তাই না!  আজও সেই উদাস হয়ে যাই কখনও।  চোখ ভিজেই উঠে। 

তারপর ভুলে যাই ব্যাস্ততা দিয়ে।  ভুলি কি?  জানি না। 

ভাল আছ তো তুমি?  আছ নিশ্চয়।  ভাল থাক।।