Thursday, September 21, 2023

পুরনো সম্পর্ক, প্রেম বন্ধুত্ব ভালোবাসা

পুরনো সম্পর্ক, প্রেম বন্ধুত্ব ভালোবাসা, খারাপ সময়ে পাশে থাকা মানুষদেরকে আমরা খুব সহজেই ভুলে যাই। আসলে এখানে মানুষের কোন দোষ নেই। এটা সময়ের খেলা, সময়ের জাদুর কাছে মানুষ অসহায়। আরও অসহায়ত্ব হয়ে ওঠে ভুলে না যাওয়াটা।

প্রিয় মানুষের একটা জায়গা থাকে। আষ্টে পৃষ্টে লেগে থাকার ঘ্রাণ। যৌনতা ও যৌনতাহীন প্রেমের আবেশ। কিছু কোমল স্পর্শ। অবসরে কাধে মাথা রাখা। ক্লান্তিতে, বিষন্নতায়, অনিদ্রায়, রাগে, অভিমানে মন খারাপে মানুষ দূরে চলে যায়। তবু ঘ্রাণ কখনো অপরিচিত হয়না। একজন মানুষের জায়গায় অন্য একজন মানুষ আসে অথিবা আর আসেই না। রিপ্লেসমেন্ট হয় কিন্তু কোথায় যেন রয়ে যায় সেই ব্যক্তিগত কাছের মানুষটার ঘ্রাণ। সে এক কোটি মাইল দূরে গেলেও দূরের হয়না! তাকে ছাড়া চলে না। কোথায় সব কিছুর পর তাই হাহাকার টা থেকেই যায়। রিপ্লেসমেন্টটা আসলে হয়ই না। 

Saturday, September 16, 2023

Missing you. My Beautiful Love!


Hey Sona!!

কেমন আছো তুমি? কতদিন দেখি না তোমার রিনিঝিনি হাসি?  আমার বুক কেঁপে যায়, উত্তাল হয়ে ওঠে। ছটফট করে ওঠে হ্রদয়।  ছুটে যেতে ইচ্ছে হয় তোমার কাছে। তোমার জ্বলন্ত আগুন ছোঁয়া হাতটি ধরে বসতে ইচ্ছে হয় বাঁধের কিনারায়, অথবা সেই রেল লাইনের পাড়ে। 

তারপরই ঝেঁকে বসে একরাশ হতাশা।  কস্ট, দু:খ, যন্ত্রণা। চোখের কোনে উষ্ণ জল এসে যায়। কিছু কান্না থামানো যায় না। জোয়ারের মত অব্যক্ত বুকের ভিতর থেকে যখন চলে আসে,  তখন সত্যিই হেরে যাই।

কত অধিকারে কত কিই না করেছি! গিয়ে হাতটি ধরে, কত দূরে গিয়ে কত না মান ভাংগিয়েছি, নিজের জেদ পুরো করেছি। লোকালয়ে অথবা লোকালয় থেকে বহু দূরে। আজ কোথায় তুমি? কেমন আছো? 

ইচ্ছে হয় না, তা তো না। মন চায় না তা তো নয়। তোমাকে কস্ট দিতে ভালো লাগে না।  তোমার সামনে দাড়াতেও কেমন সংকোচও করে। কোথায় যেনো জেদও কাজ করে। কোথায় যেনো তোমার উপরও রয়েছে অনেক অভিমান। 

ভালো যে বেসেছি তা আজ এতো বছরেও যে একটু যায়নি তা যেনো হারে হারে টের পাই। যৌবনের উচ্ছলতা৷ উন্মত্ততা পেরিয়ে এখন যেনো ভালোবাসার এক উজ্জ্বল হীরের ছটা টের পাই। না পাওয়ার বেদনা, দূরে থাকার কস্ট আমার সে প্রেমকে প্রতিনিয়ত যেনো বিদগ্ধ করে, কস্ট দেয়, উষ্ণ করে তোলে। এখন গোপনে শুধু দীর্ঘশ্বাসগুলোই বাতাসে ভেসে যায়। তোমার কাছে সেসব যায় না আমি জানি। আমাকে ভুলে নিশ্চয়ই খুব ভালো আছো সবকিছু নিয়ে। 

তোমাকে তাই আর কস্ট দিয়ে ইচ্ছে হয় না।  ইচ্ছে হয় না আমার মানুষটাকেও কস্ট দিতে। তোমাদের দুজনকে নিয়েই যদি থাকতে পারতাম। মেনে নিতে না কেউই।  উলটো সব কিছু শেষ হয়ে যেতো। যদি তোমারঅও কস্ট হতো আমাকে পেয়ে? কত না জড়তা। আবার তোমার জড়তাও আমাকে ম্রিয়মান করে তুলেছিলো। ভালোবাসি বলেই, নিজের মানুষ ভেবেই তোমার ক্ষতি হবে তাও পারিনি জোর করতে। অথচ চাইনি তোমাকে হারাতে। পারিনি আমার উপর ভরসা করার মানুষটাকেও হারিয়ে দিতে। 

সেদিন এটাই বলতে পারিনি। বলা হয়নি, চলে গেলে। অভিমানে তারপর শুধু না বলা দুরত্বই রয়ে গেলো। 

Sunday, February 13, 2022

যে ছিলো দৃস্টির আংগিনায়..সে হারালো কোথায়..

যে ছিলো দৃস্টির সীমানায়,  
যে ছিলো হ্রদয়ের আংগিনায়
সে হারালো কোথায়,  কোনো  দূর অজানায়...
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। 

যতখানি সুখ দিয়েছিলো, 
তার বেশী ব্যাথা দিয় গেলো,
স্মৃতি তাই আমারে কাঁদায়..
যতখানি সুখ দিয়েছিলো, 
তার বেশী ব্যাথা দিয় গেলো,
সে হারালো কোথায়,  কোন দূর অজানায়
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। 

যতটুকু ভুল হয়েছিলো, তার চেয়ে বেশী ভুল বুঝেছিলো
কি যে তাই, বলেনি আমায়, 
সে হারালো কোথায়,  কোনো  দূর অজানায়...
সেই চেনা মুখ কতদিন দেখিনি,
তার চোখে চেয়ে স্বপ্ন আঁকিনি। 

Thursday, January 23, 2020

কোথায় তুমি? কেমন আছ?

ভাবিনি এত ভালবাসব! ভাবিনি ভুলেও যেতে পারব না।

কতদিন চলে গেল,  তাই না!  আজও সেই উদাস হয়ে যাই কখনও।  চোখ ভিজেই উঠে। 

তারপর ভুলে যাই ব্যাস্ততা দিয়ে।  ভুলি কি?  জানি না। 

ভাল আছ তো তুমি?  আছ নিশ্চয়।  ভাল থাক।।   

Tuesday, April 26, 2016

আমি বাবা হয়েছি ! আলহামদুলিল্লাহ !

আমার এখন ৩ টি পরী আলহামদুলিল্লাহ ! 
দোয়া কর ! আমার প্রথম ভালবাসার তৃতীয় সন্তান আমাদের !

আর লিখব না ভেবেও লিখলাম ! কেমন আছ তুমি ?



ভেবেছিলাম আর লিখব না ! ভেবেছিলাম তুমি তো ভাল আছ, কাকে লিখব, কেন লিখব ? লিখে কি লাভ ?
অতীতকে নিয়ে কেনইবা বর্তমানকে ভোগাব ?

হচ্ছে না !!

তুমি কেমন আছ ? ভাল আছ ? আশা করি ভাল আছ  ! ভাল থাক ওদের সবাইকে নিয়ে !

আজ ভোরে তোমার কথা ভাবতে গিয়ে অকারনেই চোখ জলে ভরে উঠল ! দুপুর গড়িয়ে গেল, পারলাম না মুছতে ! এটা নতুন না ! সেই থেকেই ! তবু আজ কষ্ট হচ্ছে ভেবে, তোমাকে কত ব্যাথা দিয়েছি, তুমি সেটা সহ্য করতে ! কেন দিলাম ? না দিলে তো আজ এত খারাপ লাগতনা ! কেন তুমি সহ্য করলে এতটা বছর ? না করলে তো এমন আকুল ভাবে মনে হতনা !

তোমার কাছে একদিন মাফ চাইতেই হবে ! না হলে যেন মুক্তি নেই ! হয়ত একদিন নির্জন কোন পড়ন্ত বেলায় চলে আসব !

কেমন আছ তুমি ? তুমি কি আমাকে এমন ভাবে ভুলে গেলে ? প্রতিশোধ নিচ্ছ কঠিন ভাবে তাই না ? হুম, নাও ! এটা আমার পাওনা ! অনধিকার চর্চা করেছি সব দিক দিয়ে ! শেতার তো শাস্তি পেতেই হবে ! যে কোন ভাবেই হোক !

একটি সম্পর্কের আজ ১২ টি বছর হল, তবু যেন চলছে ! ভাল থাক ! তোমার সামনে গিয়ে তোমার সাজানো গুছানো সংসার ভাঙ্গার কোন ইচ্ছেই নেই ! না ইচ্ছে, ওকে কষ্ট দেই !

ভাল থাক !

Tuesday, July 9, 2013

Ki likhi tomay ? Icche kore ekbar kichu likhi !


Ki likhbo vebe pai na ! Koto kichui mone hoy..koto sriti puraton hoye jay na ! Ek ta vor ashe..goriye bikel hoye jay...shondhay name.. amar ridoy-e ondhokar neme ashe ! 

Tumi shei vor theke rat jaga projonto theke jaao govir riodoye...vebechilam basha ar badhbo na..tobu je badhte holo.. ekhon din-raat toamr sathei ghor kori..!

-------------

Tumi kakhono vabo amake niye aar ? Naki sudhu ghrina aar obohela ? Hayto vulei gecho shob ! Shukhe acho..tao valo ! 

Tobu valo konodin jan be na, KENO TOMAR SATHE SESHOB DURBEBOHAR GULO CHILO ! Aj jodi shukhi thako tahole ta chilo amar sharthok bebohar. Bujhbe na, bojhar dorkar-o nei. Valobahle hayto eto-tukui korte perechilam tomar jonnyo !

Aj jodi amar chokher jol pore sobar olokkhye, emon ki tomar-o ojante...tobu aami vebe shanti pai..tumito shukhe acho !